চট্টগ্রামের লোহাগাড়ায় চাঁদা না পেয়ে গত ২৪ আগস্ট রাতে মোহাম্মদ হারুনের মালিকাধীন বাগানের ৬ হাজার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার আধুনগর ইউনিয়নের কুলপাগলী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
বাগানের মালিক মো. হারুন মাঝি অভিযোগ করেন, তার মালিকাধীন দীর্ঘদিনের ভোগদখলীয় জায়গায় একাশি, ম্যালেরিয়া ও ফলজসহ বিভিন্ন প্রজাতির বাগান করেছে । বাগান করার পর থেকে স্থানীয় মো. দেলোয়ার চাঁদা দাবী করে আসছিল । চাঁদা না পেয়ে গত ওইদিন রাতে ১০/১২ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে বাগানে আসে। তারা বাগান কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ৩ মাস বয়সী ৬ হাজার গাছ কেটে রেখে ফেলে চলে যায়। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
তবে, অভিযোগ অস্বীকার করে মো. দেলোয়ার বলেন, ওই জায়গার মালিক আমি। আমার মালিকানাধীন জায়গায় একাশি, ম্যালেরিয়া ও ফলজসহ বিভিন্ন প্রজাতির বাগান করেছি। হারুন মাঝি গত ২৪ আগস্ট রাতে আমার গাছগুলো কেটে ফেলেছে। আমি তার বিরুদ্ধে লোহাগাড়ায় থানা অভিযোগ করেছি।
লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মাহমুদ বলেন, উভয়ের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply